এসএসসির ফল: ময়মনসিংহ বোর্ডের সেরা নেত্রকোনা | এসএসসি/দাখিল নিউজ

এসএসসির ফল: ময়মনসিংহ বোর্ডের সেরা নেত্রকোনা

শত প্রতিকূলতা সত্ত্বেও ময়মনসিংহ বোর্ডের এসএসসি পরীক্ষার ফলে নেত্রকোনা জেলা সেরা স্থান অধিকার করেছে। ফলের এ সফলতা ধরে রাখার জন্য শিক্ষক শিক্ষার্থী সবাইকে সচেতন হতে হবে।

#এসএসসি #ময়মনসিংহ শিক্ষা বোর্ড #রেজাল্ট

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলে নেত্রকোনা জেলা প্রথম স্থান অধিকার করেছে। এ বছরের ফলে দেখা গেছে এ বোর্ডে নেত্রকোনা জেলার ফলাফল ৬০ দশমিক ০৮ শতাংশ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ফল প্রকাশ অনুষ্ঠানে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল্লাহ জানান, চলতি বছরে মোট ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাস করেছে ৬১ হাজার ৪৫৬ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী। কারিগরি বোর্ডে পাসের হার ৭৩ শতাংশ।

জেলাভিত্তিক ফলের হিসাব অনুযায়ী জামালপুরে মোট ২৫ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ১৫ হাজার ৩৩৬ জন, পাসের হার ৫৯ দশমিক ৪৬ শতাংশ, নেত্রকোনায় ১৯ হাজার ৪১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ হাজার ৬৬৯ জন, পাসের হার ৬০ দশমিক ০৮ শতাংশ, ময়মনসিংহে ৪৫ হাজার ৮৫৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬ হাজার ৬৯১ জন, পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ এবং শেরপুরে ১৪ হাজার ৪৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭ হাজার ৭৬০ জন, পাসের হার ৫৩ দশমিক ৫৪ শতাংশ।

নেত্রকোনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গফুর জানান, শত প্রতিকূলতা সত্ত্বেও ময়মনসিংহ বোর্ডের এসএসসি পরীক্ষার ফলে নেত্রকোনা জেলা সেরা স্থান অধিকার করেছে। ফলের এ সফলতা ধরে রাখার জন্য শিক্ষক শিক্ষার্থী সবাইকে সচেতন হতে হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#এসএসসি #ময়মনসিংহ শিক্ষা বোর্ড #রেজাল্ট