১৩ জুলাইয়ের পর যেকোনো দিন এসএসসি পরীক্ষার ফল | এসএসসি/দাখিল নিউজ

১৩ জুলাইয়ের পর যেকোনো দিন এসএসসি পরীক্ষার ফল

১৩ জুলাইয়ের পর শিক্ষা মন্ত্রণালয় ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুযায়ী যেকোনো দিন ফল প্রকাশ হতে পারে।

#এসএসসি #পরীক্ষা #ফল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের জন্য অপেক্ষায় রয়েছেন ১৯ লাখ পরীক্ষার্থী। বিধান রয়েছে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। আগামী ১৩ জুলাই পরীক্ষা গ্রহণের দুই মাস শেষ হচ্ছে। সে অনুযায়ী ফল তৈরির কাজ চলছে। ১৩ তারিখর পর যেকোনো দিন ফল প্রকাশ হতে পারে।

বৃহস্পতিবার (৩ জুলাই) শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছেন জানিয়েছেন।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ১৩ জুলাইয়ের পর শিক্ষা মন্ত্রণালয় ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুযায়ী যেকোনো দিন ফল প্রকাশ হতে পারে।

এর আগে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির দৈনিক শিক্ষাডটকমকে বলেছিলেন, আমরা দুই মাসের রোডম্যাপ নিয়ে আগাচ্ছি। আমাদের কর্মপরিকল্পনা সে রকমই এগিয়ে চলছে। তিনি বলেন, ১৩ মে তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়েছে। আর ২৫ মে প্রাকটিক্যাল শেষ হয়েছে। সে অনুযায়ী জুলাইয়ে অবশ্যই ফল দেয়া হবে।

এর আগে পরীক্ষা শুরুর দিনে ২ মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করা হবে বলে জানিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার। দুই মাসের ভেতর ফলাফল দেয়ার একটা রেওয়াজ আছে, সাংবাদিকের এ প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, যদি রেওয়াজ থেকে থাকে আছে। আমরা আপ্রাণ চেষ্টা করবো ২ মাসের মধ্যেই ফল প্রকাশের।

প্রসঙ্গত, এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ১০ এপ্রিল থেকে শুরু হয়েছিলো। এ পরীক্ষা শেষ হয় (তত্ত্বীয় পরীক্ষা) ১৩ মে। এ বছর ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নেন।

১৫ মে থেকে ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১৮ হাজার ৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী অংশ নেন। এরমধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন, ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। এছাড়াও এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন, ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি প্রতিষ্ঠানের সংখ্যা ৯০৬৩টি।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন, এরমধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন, ছাত্রী ৩৪ হাজার ৯২৮জন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#এসএসসি #পরীক্ষা #ফল