ছাত্রদলের অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিত থাকতে অধ্যক্ষের নোটিশ | কলেজ নিউজ

ছাত্রদলের অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিত থাকতে অধ্যক্ষের নোটিশ

অনেকেই একজন সরকারি কর্মকর্তার এমন রাজনৈতিক সম্পৃক্ততাকে নিয়মবহির্ভূত এবং দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ হিসেবে আখ্যা দিচ্ছেন।

#শিক্ষার্থী #ছাত্রদল #অধ্যক্ষ #কলেজ

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষের স্বাক্ষরিত আমন্ত্রণপত্র প্রকাশিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ফেসবুকজুড়ে বিষয়টি ঘিরে চলছে ব্যাপক আলোচনা ও নিন্দা। অনেকেই একজন সরকারি কর্মকর্তার এমন রাজনৈতিক সম্পৃক্ততাকে নিয়মবহির্ভূত এবং দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ হিসেবে আখ্যা দিচ্ছেন।

মঙ্গলবার (১ জুলাই) কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীরের স্বাক্ষর সংবলিত একটি নোটিশ প্রকাশ পায়, যাতে বলা হয়, ‘ছাত্রদলের পক্ষ থেকে কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।’

নোটিশ অনুযায়ী, বুধবার (২ জুলাই) কলেজের অনার্স ভবনের মুক্তমঞ্চে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে সরকারি চাকরির আচরণবিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারেন না। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ২৫(১) ধারায় বলা হয়েছে, সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের বা তাদের অঙ্গসংগঠনের সদস্য হতে পারবেন না। একই সঙ্গে ২৫(৩) ধারায় নির্বাচনী প্রচারণা বা রাজনৈতিক হস্তক্ষেপেও নিষেধাজ্ঞা রয়েছে।

এ ঘটনায় কলেজ ক্যাম্পাসসহ শহরের শিক্ষামহলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিষয়টিকে ‘প্রশাসনিক অসাবধানতা’ হিসেবে দেখলেও, কেউ কেউ বলছেন, ‘এটি ক্ষমতার অপব্যবহার এবং পরিষ্কারভাবে নিয়ম লঙ্ঘন।’

বিষয়টি নিয়ে সমালোচনার মুখে অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর গণমাধ্যমকে বলেন, ‘আমার ভুল হয়েছে। এটা আমি প্রত্যাহার করছি।’

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শিক্ষার্থী #ছাত্রদল #অধ্যক্ষ #কলেজ