জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় নকল ও নানা অনিয়ম রোধে কেন্দ্রগুলোকে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। ভুয়া পরীক্ষার্থী, নকল ও বিশৃঙ্খলা রোধে প্রশাসনিক সহায়তার নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে এসব কর্মকাণ্ডে বিভিন্ন মেয়াদে কঠোর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। কেন্দ্রের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পরীক্ষাসংশ্লিষ্টদের এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
শনিবার (৫ জুলাই) এক অফিস আদেশে এসব নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা কমিটিকে ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণের সময় সঠিক প্যাকেট নিশ্চিত করতে বলা হয়েছে। প্রশ্ন খোলার আগে কোর্স কোড মিলিয়ে প্যাকেট যাচাই বাধ্যতামূলক। ভুল কোর্সের প্রশ্ন খোলা হলে দায়ভার কেন্দ্রের অধ্যক্ষ ও পরীক্ষা কমিটির সদস্যদের ওপর বর্তাবে এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
উত্তরপত্র বান্ডেল তৈরির সময় নির্ধারিত লেবেল অনুযায়ী প্যাকেট নিশ্চিত করতে হবে। পরীক্ষার পর উত্তরপত্র না মেলা পর্যন্ত পরীক্ষার্থীদের হলে বসিয়ে রাখতে হবে। মিল না হলে সেই রুমের উত্তরপত্র ও ওএমআর আলাদাভাবে সংরক্ষণ করে বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে হবে। এসব কাগজপত্র অন্য কক্ষের সঙ্গে মিশ্রিত করা যাবে না।
বহিষ্কৃত পরীক্ষার্থীর রিপোর্ট ফরম যথাযথভাবে পূরণ করে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে। ভুয়া পরীক্ষার্থী রোধে পরীক্ষার হলে মূল প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কাউকে পরীক্ষায় বসতে দেয়া যাবে না।
নকল প্রতিরোধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতা গ্রহণের নির্দেশনা রয়েছে।
পরীক্ষার পরিবেশ বিঘ্নের আশঙ্কা দেখা দিলে নির্ধারিত তথ্যসহ গোপনীয় প্রতিবেদন পাঠাতে হবে এবং তা শিক্ষক ও পরীক্ষার্থীদের জানিয়ে নোটিশ বোর্ডে প্রদর্শন করতে হবে। এ ছাড়াও পরীক্ষা সংশ্লিষ্ট শৃঙ্খলা না মানলে বিভিন্ন ধরনের কঠোর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।