মাদরাসার আশপাশে মাদক বিক্রি ও ব্যবহারে কঠোর শাস্তি | মাদরাসা নিউজ

মাদরাসার আশপাশে মাদক বিক্রি ও ব্যবহারে কঠোর শাস্তি

আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১০ম সভার কার্যবিবরণীর নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বলা হলো।

#মাদক #মাদরাসা

দেশব্যাপী মাদকের বিস্তাররোধে মাদরাসাগুলোতে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে নির্দেশনা দেয়া হয়েছে। মাদরাসার আশেপাশে মাদক বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানানো হয়েছে। সম্প্রতি আইন-শৃঙ্খলা উপদেষ্টা পরিষদের সংক্রান্ত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেয়া হয়। নির্দেশনার চিঠি সব মাদরাসা প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

মঙ্গলবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১০ম সভার কার্যবিবরণীর নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বলা হলো।

মাদক সেবনকারীদের মাঝে মাদকের কুফল সংক্রান্ত প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে। জনমানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এলক্ষ্যে মাদরাসায় গঠিত কমিটিগুলোর কার্যক্রম গতিশীল ও দৃশ্যমান করতে হবে। নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের ন্যারেটিভস-প্রচারণাগুলোর কোরআনের আয়াত ও হাদিসের সঠিক ব্যাখ্যা তুলে ধরে মাদরাসার সব শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#মাদক #মাদরাসা