মাদরাসাতুদ দাওয়াহ ওয়াল হিকমাহতে ছাত্র ভর্তি বিজ্ঞপ্তি | বিজ্ঞাপন নিউজ

মাদরাসাতুদ দাওয়াহ ওয়াল হিকমাহতে ছাত্র ভর্তি বিজ্ঞপ্তি

দরিদ্র মেধাবী ছাত্রদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা বিদ্যমান। আগ্রহী ছাত্রদের আগামী ২১ এপ্রিলের মধ্যে আবেদন/যোগাযোগ করার অনুরোধ করা হলো।

#মাদরাসা #ভর্তি

চট্টগ্রামের প্রাণকেন্দ্র বাকলিয়ায় কওমি, সাধারণ ও কারিগরি শিক্ষার সমন্বয়ে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু শ্রেণীতে সীমিত সংখ্যক সিটে আবাসিক/অনাবাসিক ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ছাত্রদের আগামী ২১ এপ্রিলের মধ্যে আবেদন/যোগাযোগ করার অনুরোধ করা হলো।

শ্রেণীসমূহ:

৬ষ্ঠ শ্রেণী/ মিযান: ন্যূনতম সাধারণ শিক্ষার ৪র্থ শ্রেণী/মাদরাসার ইবতেদায়ী শ্রেণী পাস, ৭ম শ্রেণী/ নাহুমীর, ৮ম শ্রেণী/হেদায়াতুন নাহু ও কাফিয়া, ৯ম শ্রেণী/শরহে জামি ও শরহে বেকায়া (পূর্ব শ্রেণী / কিতাব পড়াশোনা থাকতে হবে)।

সুযোগ-সুবিধা:

দরিদ্র মেধাবী ছাত্রদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা বিদ্যমান। উন্নতমানের খাওয়া দাওয়া, শরীর চর্চা, কম্পিউটার ক্লাস, সিসি ক্যামেরা, হাফেজদের বিশেষ নেগরানীসহ সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান

ঠিকানা: মাদরাসাতুদ দাওয়াহ ওয়াল হিকমাহ, ইউনুস রোড দেওয়ানবাজার, চট্টগ্রাম।

যোগাযোগ:

মুফতি আঃ মান্নান- 0163978790

শেখ মুহাম্মাদ- 01635510818

নাসির উদ্দিন- 01670747394

#মাদরাসা #ভর্তি