তীব্র গরমেও ছাত্র-জনতার শাহবাগ ব্লকেড অব্যাহত | ভিডিও অ্যালবাম নিউজ

তীব্র গরমেও ছাত্র-জনতার শাহবাগ ব্লকেড অব্যাহত

তীব্র গরম উপেক্ষা করেও রাজধানী ঢাকার শাহবাগ মোড়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটি নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে আন্দোলন করছে ছাত্র-জনতা। প্রচণ্ড রোদের মধ্যেও চালিয়ে যাচ্ছেন আন্দোলন। শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে শাহবাগ মোড়।

#আওয়ামী লীগ #এনসিপি #শাহবাগ #ছাত্র-জনতা #ব্লকেড