মার্চ টু ঢাকার হুঁশিয়ারি ছাত্র-জনতার, উত্তাল শাহবাগ | বিবিধ নিউজ

মার্চ টু ঢাকার হুঁশিয়ারি ছাত্র-জনতার, উত্তাল শাহবাগ

যমুনার সামনে থেকে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ ব্লকেড করে। এ সময় শাহবাগ মোড় থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

#আওয়ামী লীগ #এনসিপি #শাহবাগ

মার্চ টু ঢাকার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনরত ছাত্র-জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধি না হলে এ কর্মসূচি পালন করবে তারা। একইসঙ্গে আওয়ামী লীগের বিচার দাবি জানান তারা।

শুক্রবার রাতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতা এ ঘোষণা দেয়।

এর আগে যমুনার সামনে থেকে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ ব্লকেড করে। এ সময় শাহবাগ মোড় থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায়। আন্দোলনকারীরা জানান, অওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই ব্লকেড শিথিল হবে না। দুপুরে সমাবেশ থেকে শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘ইন্টেরিমের (অন্তর্বর্তী সরকারের) কানে আমাদের দাবি পৌঁছায়নি। তাই আমরা সমাবেশস্থল থেকে শাহবাগ অবরোধে যাচ্ছি। দাবি না আদায় পর্যন্ত সেখানে অবস্থান করবো।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#আওয়ামী লীগ #এনসিপি #শাহবাগ