জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, আমরা ছাত্র শিক্ষকেরা একটি পরিবার হয়ে থাকতে চাই। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিয়ে শিক্ষক সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য উপাচার্য আরো বলেন, শিক্ষক সমিতির আয়োজনে প্রতিবছরই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তবে আমার কাছে এ বছরের আয়োজন একটু ব্যতিক্রম৷ শুধু শিক্ষকরাই নয় আজকের ইফতারে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠন ও সাংবাদিক নেতারা সম্মিলিত অংশগ্রহণ করেছে।
অনুষ্ঠানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, প্রথমবারের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র- শিক্ষকদের মিলিত এ আয়োজন করেছে শিক্ষক সমিতি। আশাকরি এ ধারা অব্যহত রেখে আগামীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পথচলা আরো মসৃণ হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা, ইনস্টিটিউটের পরিচালকেরা, বিভাগগুলোর চেয়ারম্যান ও শিক্ষক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, হল প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, সাংবাদিক ও ছাত্র সংগঠনের নেতাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।