গ্লোবালাইজেশনের এই যুগে দেশে-বিদেশে উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের ক্যারিয়ার গড়তে আগ্রহী হচ্ছেন বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, বিসিএসের পেছনে দৌড়ে প্রোডাক্টিভিটি নষ্ট করার প্রবণতা থেকে বর্তমানে অনেকটা সরে আসছেন শিক্ষার্থীরা। কারণ, তারা গ্লোবালাইজেশনের এই যুগে দেশে-বিদেশে উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের ক্যারিয়ার গড়তে আগ্রহী হচ্ছেন তারা।
রোববার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেল আয়োজিত ‘প্রাক্টিক্যাল টিপস অ্যান্ড গাইডলাইন্স অন হায়ার স্টাডিজ অ্যান্ড পাবলিশিং ইন হাই ইমপ্যাক্ট জার্নাল’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, যেকোনো বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হওয়া উচিত উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে সভা-সেমিনার আয়োজনের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের নতুন জ্ঞান আহরণের জন্য সুযোগ সৃষ্টি করে দেয়া। এ ধরনের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা প্রবন্ধ প্রকাশনার কলাকৌশল শিখতে পারবেন, যা তাদের ক্যারিয়ার উন্নয়নে সহায়ক হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মুল বিষয়ের ওপর আলোচনা করেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাইদুর রহমান।
তিনি গবেষণা ক্ষেত্রে ফোকাস বাড়ানোর গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষকতা ও একাডেমিক কাজের পাশাপাশি গবেষণায় মনোযোগী হওয়া প্রয়োজন।
সেমিনারে বক্তারা বলেন, গবেষণার ফলাফল প্রকাশনা শুধু জ্ঞান বিতরণের মাধ্যম নয়, বরং একাডেমিক ক্যারিয়ার গঠনেরও মূল স্তম্ভ। এ ছাড়াও তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণার অ্যাবস্ট্রাক্টের শিরোনামে মূল বিষয় ফুটিয়ে তোলা, সঠিক জার্নাল নির্বাচন করা।
সেমিনারের মডারেটর রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এ ছাড়া স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের এক্সটারনাল অ্যাফেয়ার্স পরিচালক অধ্যাপক ড. নাছির আহমাদ।