নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পুকুরে একসঙ্গে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ছড়িয়ে পড়া নিয়ে তুলকালাম শুরু হয়েছে। পরে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে সবাইকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেন, বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ বিষয়ে প্রথমে তদন্ত কমিটি গঠনের কথা বলা হলেও বিশ্ববিদ্যালয়ের বিধিমালায় এ নিয়ে কিছু বলা হয়নি। পরে সকলের অবগতির জন্য সতর্কতা জারি করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে কেউ যদি অভিযোগ করেন তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিজ্ঞপ্তিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটাতে সেই নির্দেশ দেওয়া হয়েছে।
এরআগে, ‘নীল দিঘি’ নামে পরিচিত বিশ্ববিদ্যালয়ের পুকুরটিতে ছাত্র-ছাত্রীদের একসঙ্গে গোসল করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।