ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অ/বরোধ করলেন শিক্ষার্থীদের | বিশ্ববিদ্যালয় নিউজ

উপাচার্যের মামলার প্রতিবাদে উত্তাল ববি, মহাসড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদী বিরোধী মঞ্চের ব্যানারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

#ঢাকা #শিক্ষার্থী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) স্বৈরাচার বিরোধী আন্দোলন দমাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ও জিডি করার প্রতিবাদে মশাল মিছিল ও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে মশাল মিছিলের পর মহাসড়ক অবরোধ করেন তারা। পরে তারা জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ ছেড়ে দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, চার দফা দাবিসহ শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহার করার জন্য তারা বারবার দাবি জানিয়ে আসছে। তবে প্রশাসন এ বিষয়ে নির্বিকার থাকায় শিক্ষার্থীরা মহাসড়কে নামতে বাধ্য হয়েছে বলে জানায় তারা।

এদিকে ২ ঘন্টা কুয়াকাটা-ঢাকা মহাসড়ক আটকে রাখলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কেউ শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেনি। তবে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে আসলে শিক্ষার্থীরা তাদের সাথে কোনো আলোচনায় যায়নি। সড়কে প্রায় কয়েকশত শিক্ষার্থী জড়ো হন। সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের সাথে বারবার আলোচনার চেষ্টা চালানো হচ্ছে।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী জাহিদ সাকিন তার বক্তব্যে বলেন, উপাচার্যের স্বেচ্ছাচারিতার বিরূদ্ধে আমরা আন্দোলন করে আসছি। তার বরাবর আমরা চারদফা দাবির স্মারকলিপি দিয়েছে। কিন্তু উপাচার্যের এ বিষয়ে কোনো কর্ণপাত নেই। একজন উপাচার্য কীভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করতে পারে? সে আর যাই হোক শিক্ষার্থীদের জন্য ভালো কিছু বয়ে আনবে না।

তিনি আরো বলেন, আমরা জানি মহাসড়ক অবরোধে মানুষের ভোগান্তি হবে। কিন্তু আমরা সত্যিই অসহায়। আন্দোলনকারী শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, আপনি (উপাচার্য) এসির বাতাস খাচ্ছেন। আমরা সংকটে ভুগছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনিকে একাধিকবার কল করলেও তিনি কোনো সাড়া দেননি।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ঢাকা #শিক্ষার্থী