কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খানকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অবাঞ্ছিত ঘোষণা করছেন শিক্ষার্থীরা। এ সময় কারিগরি শিক্ষায় শিক্ষিত মহাপরিচালন নিয়োগের দাবি জানান তারা।
বুধবার বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে কারিগরি ছাত্র আন্দোলন প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী এ ঘোষণা দেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, দাবি না মানা পর্যন্ত ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীরা অধ্যক্ষ ও অধিদপ্তরের মহাপরিচালককে এ ক্যাম্পাসে ঢুকতে পারবেন না।
এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা ছয় দাবিতে রাজধানীর তেজগাঁও সাত রাস্তা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এই আন্দোলনে অংশ নেন মহিলা পলিটেকনিক ছাত্রীরাও। এদিকে শিক্ষার্থীদের অবরোধে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে যানজটে সড়কে চলাচলকারী মানুষ পড়েছেন সীমাহীন দুর্ভোগে। অবরোধের কারণে সৃষ্ট যানজট ইতোমধ্যে মহাখালী পর্যন্ত চলে গেছে।
শিক্ষার্থীদের ছয় দাবিগুলো হলো—জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করতে হবে, জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে, ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে, কারিগরি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের জন্য সব বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে, কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু ও শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে এবং ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।