জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার নিম্নমানের খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অযৌক্তিক মূল্য কাঠামোর প্রতিবাদে উপাচার্যের কাছে পাঁচ দাবি জানিয়ে স্বারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি দেন তারা।
স্বারকলিপির পাঁচ দাবি হলো- ক্যাফেটেরিয়ায় পরিবেশিত খাবারের গুণগত মান উন্নয়ন ও প্রশাসনিক তদারকি নিশ্চিত করা, শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা বিবেচনায় খাবারের দামে ভর্তুকি বৃদ্ধি, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্যাফেটেরিয়া খোলা রাখা, চার বেলা (সকালের নাস্তা, দুপুর, বিকেল ও রাতের খাবার) বৈচিত্র্যময় ও স্বাস্থ্যকর খাবার সরবরাহ এবং রান্নাঘরসহ পুরো ক্যাফেটেরিয়া স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
এ বিষয়ে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ’বিশ্ববিদ্যালয়ের খাবারে বারবার পোকা পাওয়া যাচ্ছে, রান্নাঘরের পরিবেশ অস্বাস্থ্যকর, ফ্রিজ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং খাবারের দামে অনিয়ম রয়েছে। এসব কারণে তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং মানসিক চাপও তৈরি হচ্ছে। তাই আমরা উপাচার্যের কাছে এ সব বিষয়ের সমাধানের দাবি জানিয়েছি।