লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস কালী মোহন তফশিলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরের খাবার পাচ্ছেন মাত্র দশ টাকায়। নামমাত্র দামে খাবার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। অভিভাবকেরাও খুশি।
সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর কুমার সাঁজোয়াল এই দশ টাকার খাবারের ক্যানটিন উদ্বোধন করেছেন।
জানা গেছে, বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬৬৫ জন। ১০ টাকার ক্যানটিন চালু হওয়াতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করছেন তারা।
দশম শ্রেণির শিক্ষার্থী পুণিমা বলেন, দশ টাকায় দুপুরের খাবার খাওয়াতে আমরা আনন্দিত, আর আশা করছি ভবিষ্যতে এটি আরো বড় হবে, এই ক্যানটিনটি আমাদের স্বপ্ন ছিলো।
নবম শ্রেণির আরো একজন শিক্ষার্থী বলেন, দশ টাকায় এতো সুস্বাদু খাবার কল্পনাও করা যায়না, এই ক্যানাটিনটি চালু হওয়াতে আমাদের আর বাইরে খেতে হবে না।
স্যারদেরকে ধন্যবাদ জানাই এই রকম সুন্দর খাবার একটি পরিবেশ করে দেয়ার জন্য।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর কুমার সাঁজোয়াল বলেন, এখানকার অধিকাংশ মানুষেই দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। শিক্ষার্থীরা সকালে বের হওয়ার সময় অনেকেই বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারেন না।
তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে “দশ টাকার খাবার”নামে এ ক্যানটিন চালু করি।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।