প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য ৪ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা কফিন মিছিল করেছেন। বুধবার রাত সোয়া ৮টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল করা হয়।
আয়োজকরা জানান, ৪ দাবিতে গত ১ সপ্তাহ যাবৎ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কোনো দাবি পূরণ করেনি এমনকি বিষয়গুলোতে কর্ণপাতও করা হচ্ছে না। এ কারণে আজ রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত আখ্যা দিয়ে অভিনব কফিন মিছিল করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে পুনর্বহাল করা রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সমর্থক শিক্ষক-কর্মকর্তা- কর্মচারীদের অপসারণ করা৷
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।