নার্সিং কলেজে কমপ্লিট শাটডাউনে শিক্ষার্থীরা | মেডিক্যাল নিউজ

নার্সিং কলেজে কমপ্লিট শাটডাউনে শিক্ষার্থীরা

৬ দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসুচি পালন চলছে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েটদের হাতে মারধরের ঘটনায় বিচার দাবি জানিয়ে কর্মসূচি পালন করা হচ্ছে।

#নার্সিং #কলেজ #শিক্ষার্থী

ছবি : দৈনিক শিক্ষাডটকমছবি : দৈনিক শিক্ষাডটকম

ছয় দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসুচি পালন করছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এর পাশাপাশি শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েটদের হামলার ঘটনায় বিচার দাবি করেছেন তারা।

বুধবার সকালে কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের বাধার মুখে পড়ার অভিযোগ করেন শিক্ষার্থীর। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ ৬ দাবি জানাচ্ছিলেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েটরা শিক্ষার্থীদের মারধর করেন বলে অভিযোগ করা হয়। এতে শিক্ষার্থীরা আহত হয়।

শিক্ষার্থীরা জানান, ৬ দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসুচি পালন চলছে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েটদের হাতে মারধরের ঘটনায় বিচার দাবি জানিয়ে কর্মসূচি পালন করা হচ্ছে।

যতক্ষণ পর্যন্ত না দাবি মানা হবে পাশাপাশি মারধরের ঘটনার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা জানান তারা। তবে অভিযোগ মানতে নারাজ শিক্ষকরা।

এ ঘটনায় বরিশাল নার্সিং কলেজের সামনে উত্তাল অবস্থা বিরাজ করছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#নার্সিং #কলেজ #শিক্ষার্থী