চুয়েটে ছাত্রদলের কমিটি ঘোষণার পর শিক্ষার্থীদের বিক্ষোভ | বিশ্ববিদ্যালয় নিউজ

চুয়েটে ছাত্রদলের কমিটি ঘোষণার পর শিক্ষার্থীদের বিক্ষোভ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির নামে দীর্ঘদিন ধরে সহিংসতা, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সিট বাণিজ্যের মতো অপরাধমূলক কর্মকাণ্ড হয়েছে। তারা চান না, চুয়েটেও এসব অপসংস্কৃতির পুনরাবৃত্তি ঘটুক। বিশ্ববিদ্যালয় রাজনীতিমুক্ত রাখার জন্য তারা সোচ্চার এবং রাজনৈতিক সংগঠনের প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য কোনো কার্যক্রম তারা মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দেন।

#বিক্ষোভ #চট্টগ্রাম #ছাত্রদল #চুয়েট #বিএনপি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও সেখানে ছাত্রদলের ৯ সদস্যের একটি শাখা কমিটি গঠন ঘিরে দেখা দিয়েছে তীব্র বিরোধ ও উত্তেজনা। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি খসড়া কমিটির তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়ার পরপরই সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন।

শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির নামে দীর্ঘদিন ধরে সহিংসতা, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সিট বাণিজ্যের মতো অপরাধমূলক কর্মকাণ্ড হয়েছে। তারা চান না, চুয়েটেও এসব অপসংস্কৃতির পুনরাবৃত্তি ঘটুক। বিশ্ববিদ্যালয় রাজনীতিমুক্ত রাখার জন্য তারা সোচ্চার এবং রাজনৈতিক সংগঠনের প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য কোনো কার্যক্রম তারা মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দেন।

তারা আরও জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৩ সালের ৭ আগস্ট একটি নীতিমালা জারি করে—যার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া নিষিদ্ধ করা হয়। এই প্রেক্ষাপটে ছাত্রদলের কমিটি ঘোষণা বিশ্ববিদ্যালয়ের সেই নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলেই শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন। তারা অবিলম্বে কমিটি বাতিলের দাবি জানান এবং যাঁরা এ ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে।

ছড়িয়ে পড়া তালিকা অনুযায়ী, ছাত্রদলের ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন তড়িৎকৌশল বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফ রাশেদ এবং সাধারণ সম্পাদক জৈব চিকিৎসা প্রকৌশল বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ তৌফিক হাসান চৌধুরী।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মিনহাজ উদ্দিন, সহসভাপতি চন্দন কুমার দাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত ও সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন এবং প্রচার সম্পাদক আহমেদ ইনতিসার।

এ বিষয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘এটি একটি খসড়া কমিটি ছিল, আপাতত সেটি স্থগিত করা হয়েছে। শুক্রবার নতুন কমিটি ঘোষণা করা হবে।’

রাজনীতি নিষিদ্ধ ঘোষিত ক্যাম্পাসে কমিটি দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি নাগরিকের রাজনীতি করার সাংবিধানিক অধিকার রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই তা নিষিদ্ধ করতে পারে না।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বিক্ষোভ #চট্টগ্রাম #ছাত্রদল #চুয়েট #বিএনপি