নওগাঁ মেডিক্যাল কলেজে বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজটির শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নওগাঁ সরকারি মেডিক্যাল কলেজ প্রাঙ্গণ থেকে মুক্তির মোড় শহীদ মিনার পর্যন্ত দুই ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে ২ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে মুক্তির মোড় শহীদ মিনারে গিয়ে মানববন্ধন শেষ করা হয়।
মানববন্ধনে তারা বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক নওগাঁ সরকারি মেডিক্যাল কলেজ বাতিল না করে পুর্নবহাল রাখার দাবি করেন এবং স্বাস্থ্য খাতের অসঙ্গতি দূরীকরণে নায্য দাবি আদায়ের লক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। অবিলম্বে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেন, প্রশাসনের সিদ্ধান্ত মানি না, মানবো না, নওগাঁবাসী এক হও, মেডিক্যালের শত্রুদের রুখে দাও,সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ মেডিক্যাল কলেজ শাখার ইন্টার্ন ডক্টর সোসাইটির সভাপতি ডা. কেফাইয়েতুর রহমান, মেডিক্যাল কলেজ শাখা নওগাঁ সাধারণ সম্পাদক ডা. সামান্থা ইসলাম, মেডিক্যাল কলেজ শাখা নওগাঁ, সাংগঠনিক ডা. মারুফ আহমেদ, মেডিক্যাল কলেজ শাখা নওগাঁ, সদস্য ডাক্তার বকুল রায়, সদস্য ডা. মারুক বিল্লাহ প্রমুখ।