ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে মানববন্ধন করেন তারা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে বিক্ষোভ মিছিল শেষ হয়। পরে উপ-উপাচার্যের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারির সময় আমাদের বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরের ওপর হামরা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। যাতে পরবর্তীতে আর কেউ শিক্ষকদের ওপর হামরা করার সাহস না পায়। আমরা কোনো হামলাকারীদের ক্যাম্পাসে দেখতে চাই না। একটি তুচ্ছ ঘটনার সমাধান তখনই হয়ে গেছে। কিন্তু তার পরেও কিছু শিক্ষার্থী উস্কানি দিয়েছে। পরে তারা আমাদের শিক্ষক ও ছাত্রদের ওপর হামলা করেছে। আমরা অতিদ্রুত এই হামলাকারীদের চিহ্নিত করে বিচার দাবি করছি।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এটাই প্রথম ঘটনা যে শিক্ষকের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থীরা বিচার চেয়ে মানববন্ধন করেছে। আমি তোমাদের প্রশংসা করি। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। ঘটনা তদন্তে আমরা একটি কমিটি গঠন করছি। এই কমিটি যদি সুষ্ঠু তদন্ত করতে না পারে প্রয়োজনে আমরা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করবো।
প্রসঙ্গত, গত শনিবার রাতে বাসে সিট ধরাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় মারামারির ঘটনা ঘটে। এ সময় মারামারি থামাতে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, নিরাপত্তা কর্মকর্তা ও অন্য শিক্ষকরা আহত হয়।