প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি করায় শিক্ষার্থীদের বিক্ষোভ | স্কুল নিউজ

প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি করায় শিক্ষার্থীদের বিক্ষোভ

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন বলেন, এ বিষয়ে একটি জিডি নথিভুক্ত হয়েছে। যেসব নম্বর থেকে ফোন কল এসেছিলো সেগুলোর কললিস্ট পরীক্ষা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

#স্কুল #ডিজি #শিক্ষক

নওগাঁর আত্রাই উপজেলার ভবাণীপুর জি এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব রহমানের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক গত ২৩ এপ্রিল সন্ধ্যায় আত্রাই থানায় সাধারণ ডায়েরি করেন। তাকে মোবাইল ফোনে কল করে গালিগালাজ, হুমকি ও চাঁদা দাবি করা হয়।

এ ঘটনায় গতকাল রোববার সকালে স্কুল শুরুর সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা ওইসব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে প্রধান শিক্ষক মাহবুর রহমান বলেন, এখন এসএসসি পরীক্ষা চলছে। পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের ডিউটি থাকায় সব ক্লাস নেয়া সম্ভব হয় না। স্কুল ছুটি দেয়া হয় টিফিন আওয়ার পর। গত ২৩ এপ্রিল স্কুল ছুটির সময় খলিল নামের একজনের মোবাইল ফোন থেকে আমাকে কল করে বলে স্যার আপনি কোথায়? বিদ্যালয়ে আছি বলতেই তিনি বলেন আপনার অফিসে আসছি। এর কিছুক্ষণ পর, ফজলুর করিম, মজাহার, হাবিবুর আমার অফিসে ঢুকে দরজা বন্ধ করে দেন। তারা বলে স্যার আপনার বিদ্যালয়ে কোন গাইড বই চলে? এর মধ্যে কেউ প্রশ্ন করছে কেউ মোবাইল ফোনে ভিডিয়ো করছে। অনেক কথার পরে বলে স্যার আপনি গাইড বই চালানোর কথা বলে বই কোম্পানির লোকের থেকে ১ লাখ টাকা ঘুষ নিয়েছেন আমাদের কাছে প্রমাণ আছে। আপনি স্বীকার না করলে সাংবাদিক আনবো ইউএনওর কাছে যাবো বলে হুমকি দিতে থাকেন। একপর্যায়ে তারা আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন বলেন, এ বিষয়ে একটি জিডি নথিভুক্ত হয়েছে। যেসব নম্বর থেকে ফোন কল এসেছিলো সেগুলোর কললিস্ট পরীক্ষা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

#স্কুল #ডিজি #শিক্ষক