জাতীয় সংগীতে বাধার প্রতিবাদে ফের গাইলেন শিক্ষার্থীরা | কলেজ নিউজ

জাতীয় সংগীতে বাধার প্রতিবাদে ফের গাইলেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনায় প্রতিবাদ ও ১ মিনিট নীরবতা পালন করা হয়।

#জাতীয় সংগীত #শিক্ষার্থী

ছবি : দৈনিক শিক্ষাডটকমছবি : দৈনিক শিক্ষাডটকম

রাজধানীর শাহবাগে জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেয়া ও অবমাননার প্রতিবাদে বরিশালে এবার সমবেত কন্ঠে গাইলেন শিক্ষার্থীরা। বুধবার বরিশাল নগরীর ব্রজমোহন (বিএম) কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনায় প্রতিবাদ ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় ঢাকার শাহবাগে জাতীয় সংগীত গাইতে বাধা দেয়া ও অবমাননার প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা।

এর আগে গত সোমবার রাতে শাহবাগে জাতীয় সংগীত অবমাননা করার অভিযোগে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একদল শিক্ষার্থী। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী-সমর্থকরা অংশ নেন। আয়োজকরা জানান, গত ১০ মে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিক্ষোভ চলাকালে কয়েকজনকে জাতীয় সংগীত গাইতে বাধা দেওয়া হয়। এর প্রতিবাদে তারা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করেছেন।

ঢাবি ছাত্র অধিকার সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল কাদের বলেন, 'জাতীয় সংগীতকে আমরা রবীন্দ্রনাথের লেখা হিসেবে দেখি না। এটি আমাদের মুক্তিযুদ্ধের গান—আমাদের জাতিসত্তার আবেগ।

ছাত্রদলের যুগ্ম সম্পাদক বি এম কাওসার বলেন, 'শাহবাগে কিছু লোক জাতীয় সংগীতকে অবমাননার চেষ্টা করেছে। এর প্রতিবাদে আমরা ভিন্ন মতাদর্শের হলেও একত্রিত হয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়েছি। দেশের প্রশ্নে আমরা সবাই বাংলাদেশি।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#জাতীয় সংগীত #শিক্ষার্থী