ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করছেন প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা। নিরাপদ ক্যাম্পাস ও এ ধরণের হত্যার ঘটনা যাতে আর না ঘটে সেই দাবি জানান তারা। প্রশাসনকে এ হত্যার দায় নিতে হবে বলেও দাবি জানান শিক্ষার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে সংহতি জানাতে বিক্ষোভ কর্মসূচিতে আসেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
রোববার (১৮ মে) বেলা ১১টার দিকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে সাম্য হত্যার বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন ঢাবি শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তাদের আন্দোলনে সংহতি জানিয়ে সমাবেশে অংশ নেন। তারা বলেন, ভবিষ্যতে যেন আর এ ধরণের হত্যার ঘটনা না ঘটে।
উপাচার্য বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে সংহতি জানাতে এসেছি। শনিবার (১৭ মে) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে মিটিং হয়েছে। সেখানে কাজের অগ্রগতি জানানো হয়েছে। আজ বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা রয়েছে।’
তিনি আরও বলেন, পুলিশ ঘটনার দুই থেকে তিন ঘণ্টার মধ্যে তিনজন আসামি গ্রেফতার করেছে। আজ থেকে রিমান্ড প্রক্রিয়া শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজনৈতিক দলাদলির ওপরে উঠে ন্যায় বিচারের জন্য একসঙ্গে থাকা প্রয়োজন।
আর সাম্যের স্বজনরা বলছেন, সেদিন রাতেই তিনজনকে গ্রেফতার করা হলেও সিসিটিভি পর্যবেক্ষণ করে বাকি আসামিদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না?
নিরাপরাধ কেউ যাতে ভুক্তভোগী না হয়, সেদিকেও খেয়াল রাখার অনুরোধ জানিয়ে তারা বলেন, রাজনৈতিকভাবে কেউ যাতে এর সুযোগ নিতে না পারেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।