বেরোবিতে কচ্ছপ গতির ইন্টারনেট, ভোগান্তিতে শিক্ষার্থীরা | বিশ্ববিদ্যালয় নিউজ

বেরোবিতে কচ্ছপ গতির ইন্টারনেট, ভোগান্তিতে শিক্ষার্থীরা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ধীরগতি ও নিম্নমানের ইন্টারনেট সংযোগে অতিষ্ঠ সাধারণ শিক্ষার্থী।

#বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #শিক্ষক

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ধীরগতি ও নিম্নমানের ইন্টারনেট সংযোগে অতিষ্ঠ সাধারণ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও আবাসিক হলগুলোতে ইন্টারনেট সংযোগ থাকলেও তা ধীরগতির হওয়ায় শিক্ষার্থীরা বহুমুখী সমস্যায় পড়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ধীরগতির ইন্টারনেট হওয়ায় কেউ ঠিক মত অনলাইন ক্লাস করতে পারছে না। প্রয়োজনে অনলাইনে ব্রাউজ করতে সমস্যা হচ্ছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ২০১৭ খ্রিষ্টাব্দ থেকে ওয়াই-ফাই সংযোগ চালু করা হয়।

ক্যাম্পাসজুড়ে এটি ধাপে ধাপে সম্প্রসারিত হয়। তবে এটি পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লেগেছে এবং ধাপে ধাপে বিভিন্ন হলে সংযোগ দেওয়া হয়।

শহীদ মুখতার ইলাহী হলের একাধিক শিক্ষার্থী জানান, ঈদের পর থেকে তারা ইন্টারনেট পান না।

ইন্টারনেট আসে আবার যায়। হঠাৎ করে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বারবার অভিযোগ দিলেও কোনো সুরাহা হয়নি।

শহীদ মুখতার ইলাহী হলের আবাসিক শিক্ষার্থী খাদেমুল সরদার বলেন, ইন্টারনেটের খুবই বেহাল দশা।

এমনিতে তো নেট থাকেই না, তার ওপর যদি একটু আকটু থাকেও, কাজের সময় হুট করেই নেট পাওয়া যায় না। অনলাইনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে হয়।

মাঝে মাঝে ভাইভা থাকে, প্রেজেন্টেশন থাকে, নিয়মিত রাতে বিতর্ক চর্চা করতে হয়। এই সময়গুলোতে যথাযথ ওয়াইফাই কানেকশন না থাকায় খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। দুইদিন আগেই একটা ইন্টারভিউ ছিল।

হলে নেট পায় না বলে প্রশাসনিক ভবনের দুই তলায় গিয়ে দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকে ইন্টারভিউ দিয়ে এসেছি। এখন ডেইলি কাজকর্মগুলো তো সব সময় প্রশাসনিক ভবনে গিয়ে করা সম্ভব না।

বিজয় ২৪ হলের শিক্ষার্থী আকতার হোসেন জীবন বলেন, আবাসিক হলের নেটওয়ার্ক ব্যবস্থা থাকবে অসাধারণ। সেখানে নেই পর্যাপ্ত রাউটার, যা আছে অতি ধীরগতির এতে কোনো সুবিধা পাওয়া যাচ্ছে না।

প্রশাসনের কাছে অনুরোধ ভালো মানের রাউটারের ব্যবস্থা এবং প্রয়োজনের চেয়ে অনেক কম রাউটার আছে সেগুলোর দ্রুত ব্যবস্থা করার।

এই ব্যাপারে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামানকে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের শাখা প্রধান নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন বলেন, হলের রাউটারগুলো ২০১৮ খ্রিষ্টাব্দের ।

এ জন্য রাউটারের কার্যকারিতা কিছুটা কম। ইতোমধ্যে কিছু নতুন রাউটার আমরা হাতে পেয়েছি, সেগুলো কাল পরশুর মধ্যে লাগানো হবে।

#বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #শিক্ষক