নেবিতে শিক্ষার্থীদের ম*শাল মি*ছিল | বিশ্ববিদ্যালয় নিউজ

নেবিতে শিক্ষার্থীদের ম*শাল মি*ছিল

দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসির দাবিতে মশাল মিছিল করেছেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের (নেবিতে) শিক্ষার্থীরা।

#নেত্রকোণা বিশ্ববিদ্যালয়

দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসির দাবিতে মশাল মিছিল করেছেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের (নেবিতে) শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ এলাকার সচেতন নাগরিকরাও যোগ দেন। শিক্ষার্থীরা ‘ধর্ষণের বিচার চাই’, ‘নারী নির্যাতন বন্ধ করো’, ‘আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি নিশ্চিত করো’ এসব নানা স্লোগান দেন।

এসময় বক্তব্য রাখেন, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম, ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন, বাংলা বিভাগের প্রভাষক মাহফুজা মাহবুব, শিক্ষার্থী হাফছা ইসলাম মোহ ও রাজিব মিয়া প্রমুখ।

তারা বলেন, সারাদেশে নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের ঘটনা উল্লেখযোগ্য হারে বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে অবহেলা, উদাসীনতার সুযোগে এসব অপরাধ প্রবণতা বাড়ছে। বিচারহীনতার পরিবেশে এসব ঘটনা ঘটাতে অপরাধীরা দিন দিন আগ্ৰহী হয়ে উঠছে। জনগণের নিরাপত্তা ও শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্র ও প্রশাসনের বলিষ্ঠ পদক্ষেপ প্রয়োজন।

আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে এসব অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের সর্বত্র নারীর অধিকার রক্ষা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অন্তর্বর্তী সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

#নেত্রকোণা বিশ্ববিদ্যালয়