পোষ্য কোটা বাতিলে জাবি প্রশাসনকে শিক্ষার্থীদের আলটিমেটাম | বিশ্ববিদ্যালয় নিউজ

পোষ্য কোটা বাতিলে জাবি প্রশাসনকে শিক্ষার্থীদের আলটিমেটাম

আমরা চাই অযৌক্তিক পোষ্য কোটা সম্পূর্ণভাবে বাতিল হোক। আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে এখানে এসেছি। গতকাল সংস্কারের নামে শুভঙ্করের ফাঁকি দেয়া হয়েছে।

#পোষ্য কোটা #কোটা #জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় অযৌক্তিক পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পোষ্য কোটা বাতিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রাত নয়টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে তারা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বটতলা সংলগ্ন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এ সময় পোষ্য কোটা বাতিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রাত নয়টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে অবস্থান কর্মসূচি তুলে নেন তারা। রাত নয়টায় আবারো অবস্থান কর্মসূচি ও পোষ্য কোটা বাতিল না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান রাখবেন বলে জানান তারা।

এ বিষয়ে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাদিম মাহমুদ বলেন, আমরা চাই অযৌক্তিক পোষ্য কোটা সম্পূর্ণভাবে বাতিল হোক। আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে এখানে এসেছি। গতকাল সংস্কারের নামে শুভঙ্করের ফাঁকি দেয়া হয়েছে। আমরা কোনো সংস্কার চাইনা। পোষ্য কোটা পুরোপুরি বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রাত নয়টা পর্যন্ত সময় দিয়েছে। এরপর আমরা আবারো অবস্থান নিবো এবং পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল না হওয়া পর্যন্ত কঠোর কর্মসূচি চালিয়ে যাবো।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতী বলেন, ’নতুন বাংলাদেশে আমরা আর কোনো কোটা চাইনা। যে কর্মকর্তা-কর্মচারীরা আমাদের হুমকি দিতে পারে তাদের আমরা জাহাঙ্গীরনগরে চাই না। যদি প্রশাসন পোষ্য কোটা বাতিল ও যথাসময়ে জাকসু বাস্তবায়ন করতে না পারেন, তাহলে আরো একটা আন্দোলনের সূচনা হবে জাহাঙ্গীরনগর থেকে।

#পোষ্য কোটা #কোটা #জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়