‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের প্রকৃত কারণ জানানোর দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।
আরও পড়ুন:
‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান ছাত্র ইউনিয়নের
বদলে গেলো ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম
‘মঙ্গল শোভাযাত্রা নামে কিছু করা যাবে না’
রোববার (১৩ এপ্রিল) সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান। এ সময় চারুকলার বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
শুক্রবার (১২ এপ্রিল) চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম মূল আকর্ষণ ‘মঙ্গল শোভাযাত্রা’ থেকে ‘মঙ্গল’ শব্দটি বাদ দিয়ে ফের ‘আনন্দ শোভাযাত্রা’ করা এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন:
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা কাল সকাল ৯টায়
নতুন নামের ঘোষণা দেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ। তিনি বলেন, এবার নববর্ষ উদযাপনে একপেশে সংস্কৃতি চর্চা থেকে বেরিয়ে এসে ইনক্লুসিভ সাংস্কৃতিক চর্চা হবে।
এর মধ্যে শনিবার (১২ এপ্রিল) ভোরে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ আগুনে পুড়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মাস্ক পরা একজন আগুন দিয়ে পালিয়ে যাচ্ছেন।