জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা একটা ট্রমার মধ্য দিয়ে গেছেন: শিক্ষা উপদেষ্টা | কারিগরি নিউজ

জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা একটা ট্রমার মধ্য দিয়ে গেছেন: শিক্ষা উপদেষ্টা

‘আমরা এমন একটা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের এই অস্থিরতাটা ক্রমেই বিভিন্ন দিন বিভিন্নভাবে শিক্ষক-ছাত্রদের মধ্যে টেনশন দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে।’

#শিক্ষার্থী #জুলাই আন্দোলন

জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা একটা ট্রমার মধ্য দিয়ে গেছেন, সে কারণে স্বাভাবিক আচরণ সবার কাছ থেকে আশা করবেন, সেটা ঠিক নয় বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

আরো পড়ুন: কারিগরি শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ গড়ে তোলার সামনের সারির কারিগর: শিক্ষা উপদেষ্টা

সোমবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কারিগরি শিক্ষার মানোন্নয়ন: বৈশ্বিক প্রেক্ষাপটে সম্ভাবনা ও করণীয় সেমিনারে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা এমন একটা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের এই অস্থিরতাটা ক্রমেই বিভিন্ন দিন বিভিন্নভাবে শিক্ষক-ছাত্রদের মধ্যে টেনশন দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে ছাত্রদেরও বুঝতে হবে।

তাদের দাবি-দাওয়া থাকতে পারে, মতদ্বৈত থাকতে পারে কিন্তু সেটা সম্মানের সঙ্গে উপস্থাপন করতে হবে। একই সঙ্গে আলাপ- আলোচনার ক্ষেত্র তৈরি করতে হবে। এ কথাগুলো বিশেষভাবে বলছি কারণ আপনাদের এ কথাগুলো বিশেষভাবে বলছি কারণ আপনাদের অধীনে শিক্ষার্থীরা রয়েছেন।

স্মৃতিচারণ করে তিনি বলেন, ১৯৭১ খ্রিষ্টাব্দে আমি ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম। আমার সে সময়ের স্মৃতি কিছুটা মনে পরে। তার মধ্যে এখনকার কিছুটা মিল খুঁজে পাই।

সে সময় আমাদের শিক্ষক-অভিভাবকেরা অনেক ধৈর্যের সঙ্গে আমাদের লালন-পালন করেছেন।

মেইনস্ট্রিম এডুকেশনের মধ্যে টেকনিক্যাল আনার দরকার বলে আমি মনে করি। কারণ এই যে একটা অবহেলা, কারিগরির শিক্ষার্থীদের বলা হচ্ছে মিস্ত্রি বানানোর কারখানা।

এই ধরনের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এটা ঠিক না সেটা আমাদের প্রতিষ্ঠিত করেতে হবে।

তিনি বলেন, যে শিক্ষা ব্যবস্থায় চাকরি আমি দিতে পারছি না সে ব্যবস্থা থাকবে তবে বিকল্প হিসেবে কারিগরি শিক্ষায় জোর দিতে হবে।

কারিগরি শিক্ষা দীর্ঘদিন ধরে অবহেলিত, এখানে কাঠামোগত সংস্কারের দরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে ট্রেড ভিত্তিক শিক্ষকের বড় ধরনের ঘাটতি রয়েছে। প্রয়োজনীয় দক্ষতার অভাব রয়েছে। নিউ টেকনোলজির অভাব।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) মিজ নাসরিন আফরোজ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

#শিক্ষার্থী #জুলাই আন্দোলন