প্রস্তুতি ছাড়া দেশের দায়িত্ব নিতে গেলে শিক্ষার্থীরা ভুল করবে | বিবিধ নিউজ

প্রস্তুতি ছাড়া দেশের দায়িত্ব নিতে গেলে শিক্ষার্থীরা ভুল করবে

মঈন খান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরতন্ত্র কায়েম করবে এমন কাল্পনিক গল্প জনগণ বিশ্বাস করে না। বিএনপির বিরুদ্ধে এসব অপপ্রচারের শক্ত জবাব দেয়া হবে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার জনবিরোধী কাজ করলে ইতিহাসে কোনও জায়গা হবে না।

পড়ালেখা সম্পন্নের পর শিক্ষার্থীদের দেশের দায়িত্ব নিতে হবে। প্রস্তুতি ছাড়া দায়িত্ব নিতে গেলে শিক্ষার্থীরা ভুল করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বুধবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরতন্ত্র কায়েম করবে এমন কাল্পনিক গল্প জনগণ বিশ্বাস করে না। বিএনপির বিরুদ্ধে এসব অপপ্রচারের শক্ত জবাব দেয়া হবে।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকার জনবিরোধী কাজ করলে ইতিহাসে কোনও জায়গা হবে না। এ সময় দ্রুত গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা না থাকলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী।

দেশে যে পরিবর্তন এসেছে, তার মূল লক্ষ্য হতে হবে সংবাদপত্রের স্বাধীনতা। এটি নিশ্চিত করতে না পারলে অভ্যুত্থান ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।