স্টাডি সাপোর্ট স্কলারশিপে জাপানে উচ্চশিক্ষার সুযোগ | বিদেশে উচ্চশিক্ষা নিউজ

স্টাডি সাপোর্ট স্কলারশিপে জাপানে উচ্চশিক্ষার সুযোগ

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তি পেতে চাইলে আবেদন করতে হবে। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। জাপানে সর্বোচ্চ সুযোগ-সুবিধার স্কলারশিপ পেতে হলে জাপানি ভাষা শেখা জরুরি।

#উচ্চশিক্ষা #বিদেশি শিক্ষার্থী #স্কলারশিপ #জাপান #বিশ্ববিদ্যালয়

উচ্চশিক্ষায় অন্যতম গন্তব্য পূর্ব এশিয়ার দেশ জাপান। দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার জন্য প্রতি বছর হাজার হাজার বিদেশি শিক্ষার্থী আসেন। কারণ জাপানে উন্নত গবেষণার সুবিধা, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, নিরাপদ ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ পরিবেশ।

জাপান বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা বৃত্তি দিয়ে থাকে। তেমনি একটি বৃত্তি জাপান স্টাডি সাপোর্ট স্কলারশিপ। ২০২৫ খ্রিষ্টাব্দের জন্য আবেদনের প্রক্রিয়া চলছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তি পেতে চাইলে আবেদন করতে হবে। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। জাপানে সর্বোচ্চ সুযোগ-সুবিধার স্কলারশিপ পেতে হলে জাপানি ভাষা শেখা জরুরি।

যেসব সুযোগ–সুবিধা পাবেন-

জাপান স্টাডি সাপোর্ট স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীরা শিক্ষার ব্যয় নির্বাহের জন্য মিলবে আর্থিক সহায়তা পাবেন ও আর্থিক সুবিধা হিসেবে থাকছে পাঁচ লাখ জাপানিজ ইয়েন। সাথে পাবেন জীবনযাত্রার খরচ ও জাপানের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ।

জাপানে চাকরির সুযোগ কেমন?

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান, যেখানে প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কেন্দ্র রয়েছে, যা পড়াশোনার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। জাপানের স্টুডেন্ট ভিসার আওতায় খণ্ডকালীন চাকরির সুযোগ থাকে না। এর জন্য ইমিগ্রেশন অফিসে পৃথকভাবে পার্ট-টাইম ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হয়। অবশ্য এর আগের কাজ হচ্ছে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয় থেকে একটি রেসিডেন্ট কার্ড সংগ্রহ করা। এই কার্ডটি পরবর্তীতে খণ্ডকালীন কাজের অনুমতি পাওয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য প্রয়োজন হয়। পার্ট-টাইম ওয়ার্ক পারমিটে সেমিস্টার চলাকালীন সপ্তাহভিত্তিতে ২৮ ঘণ্টা এবং ছুটির সময়ে ৪০ ঘণ্টা কাজ করা যায়।

এই চাকরিগুলো থেকে প্রতি মাসে প্রায় ১ লাখ ২৫ হাজার ইয়েন (১ লাখ ৫ হাজার ৬৬০ টাকা) আয় হয়। এগুলোর মধ্যে সর্বোচ্চ আয়ের চাকরি হলো ইংরেজি টিউটর বা ভাষা প্রশিক্ষক, যেখানে ঘণ্টা প্রতি ৩ হাজার ৫০০ ইয়েন (২ হাজার ৯৫৮ টাকা) পর্যন্ত উপার্জন করা সম্ভব।

স্টাডি সাপোর্ট স্কলারশিপে জাপানে উচ্চশিক্ষার সুযোগ

আবেদনের যোগ্যতা

১. নির্বাচিত শিক্ষার্থীদের অবশ্যই জাপান স্টাডি সাপোর্টের একটি নিবন্ধিত ‘মাই পেজ’ থাকতে হবে।

২. সেপ্টেম্বর–নভেম্বর সেশনে জাপানের বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে।

৩. জাপানে সর্বোচ্চ সুযোগ-সুবিধার স্কলারশিপ পেতে হলে জাপানি ভাষা শেখা জরুরি। ইংরেজি ও জাপানিজ দুই ভাষার দক্ষতা থাকতে হবে।

আবেদনের পদ্ধতি ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের পদ্ধতি ও বিস্তারিত জানতে এই https://www.jpss.jp/en/ ওয়েবসাইট ভিজিট করুন।

আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর, ২০২৫।

#উচ্চশিক্ষা #বিদেশি শিক্ষার্থী #স্কলারশিপ #জাপান #বিশ্ববিদ্যালয়