সোহরাওয়ার্দী উদ্যান চলবে রমনা পার্কের মত | বিবিধ নিউজ

সোহরাওয়ার্দী উদ্যান চলবে রমনা পার্কের মত

আগামীকাল থেকে উদ্যানে রেগুলার রেইড শুরু হবে। রাজু ভাস্কর্যের পেছনে উদ্যানের যে গেটটি রয়েছে তা স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে।

#উপদেষ্টা আসিফ #সোহরাওয়ার্দী উদ্যান #রমনা পার্ক

সোহরাওয়ার্দী উদ্যানকে রমনা পার্কের মত করে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, সেখানে পর্যাপ্ত পরিমানে লাইট ও সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে। উদ্যানকে রমনা পার্কের মত করে পরিচালনা করা হবে। বিশ্ববিদ্যালয় থেকেও এ ব্যপারে কী কী করা যেতে পারে পরামর্শ নেয়া হবে।

বুধবার (১৪ মে) বিকেলে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন আসিফ মাহমুদ।

তিনি আরো বলেন, আগামীকাল থেকে উদ্যানে রেগুলার রেইড শুরু হবে। রাজু ভাস্কর্যের পেছনে উদ্যানের যে গেটটি রয়েছে তা স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে।

আসিফ মাহমুদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেটের এখানে যেসব দোকান রয়েছে তা স্থায়ীভাবে উচ্ছেদ করা হবে। গণপূর্ত মন্ত্রণালয় থেকে এটা মনিটরিং করার জন্য একটি কমিটি গঠন করা হবে।

উপদেষ্টা জানান, উদ্যানের এক্সেসও কন্ট্রোল করা হবে অর্থাৎ আমরা দেখতে পাই রাতের বেলা এধরনের ঘটনা দেখা যায় বেশি তাই রাত ৮টা বা সাড়ে ৮টার পর থেকে প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে পরিকল্পনা করা হচ্ছে। পুলিশ এবং আনসারের মাধ্যমে এটি নিশ্চিত করা হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#উপদেষ্টা আসিফ #সোহরাওয়ার্দী উদ্যান #রমনা পার্ক