এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ, একজনের কারাদণ্ড | পরীক্ষা নিউজ

এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ, একজনের কারাদণ্ড

পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন-১৯৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ওই তরুণকে ২০০ টাকা জরিমানা এবং সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

#এসএসসি #পরীক্ষা

এসএসসি ও সমমানের পরীক্ষায় নকল সরবরাহের দায়ে কুমিল্লার মুরাদনগরে তারেক রহমান নামের একজন বহিরাগত ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান, পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন-১৯৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ওই তরুণকে ২০০ টাকা জরিমানা এবং সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করছিল বহিরাগত এক তরুণ। এসময় পুলিশ তাকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়েছে।

#এসএসসি #পরীক্ষা