মাদরাসায় আইসিটি ল্যাব ও ফার্নিচারসহ বিভিন্ন সামগ্রী সরবরাহের লক্ষ্যে সব এমপিওভুক্ত মাদরাসার তথ্য চেয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
১৩ মার্চ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয় ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদরাসা এডুকেশন স্কিম এর আওতায় নির্ধারিত এমপিওভুক্ত মাদরাসায় মাল্টিমিডিয়া ,ভোকেশনাল কোর্স চালু এবং আসবাবপত্র, শিখন, ক্রীড়া সামগ্রী সরবরাহ করা হবে। প্রতিষ্ঠান নির্ধারণের জন্য ও যাচাই-বাছাই এর লক্ষ্যে প্রতিষ্ঠানসমূহের সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে।
এছাড়াও সংশ্লিষ্ট তথ্যসমূহ মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরসহ মাদরাসা শিক্ষা অধিদপ্তরে আগামী ৩০ মার্চের মধ্যে পাঠাতে বলা হয়েছে।