বাংলা নববর্ষ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) 'প্রতীকী হালখাতা' আয়োজন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জাবি শাখার ব্যানারে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন বাস্তবতায় বটতলার দোকানগুলোতে এবং হলের দোকান ও ক্যান্টিনে বাকি করতে হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অনেক শিক্ষার্থী রাজনৈতিক প্রভাব বা বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে দোকানগুলোতে বাকি করেন এবং দীর্ঘসময় তা পরিশোধ করেন না অথবা কখনোই পরিশোধ করেন না।
যার কারণে আর্থিকভাবে অসচ্ছল দোকানিদের চরম দুর্দশার মধ্যে পড়তে হয়, কারো কারো স্থায়ীভাবে ব্যবসা বন্ধ করে দিতে হয়। তাই যারা এক বছরের বেশি সময় বাকি পরিশোধ করেননি, এই পহেলা বৈশাখ উপলক্ষ্যে তাদের বটতলা ও হলের দোকানের বাকি পরিশোধ করার আহ্বান জানাতে প্রতীকী হালখাতা আয়োজন করা হয়েছে।