মেধাবী মেডিক্যাল ছাত্রী পেলেন শিক্ষা সহায়তা | মেডিক্যাল নিউজ

মেধাবী মেডিক্যাল ছাত্রী পেলেন শিক্ষা সহায়তা

আমরা চাই কোনো মেধাবী শিক্ষার্থী যেনো দারিদ্র্যের কারণে পিছিয়ে না পড়ে। উপজেলা, জেলা ও বিভাগীয় প্রশাসন থেকে সম্ভাবনাময় শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

#মেডিক্যাল ছাত্রী #শিক্ষা সহায়তা

বরিশালের উজিরপুর উপজেলার এক মেধাবী মেডিক্যাল ছাত্রীর হাতে তুলে দেয়া হলো সরকারি শিক্ষা সহায়তা অনুদান। উপজেলার ওটরা ইউনিয়নের চেরাগালী গ্রামের নেত্রকোনা মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাহিমা আক্তার এই অনুদান পেয়েছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার কার্যালয়ে এই অনুদানের চেক শিক্ষার্থীর পক্ষে গ্রহণ করেন তার বাবা আবুল কাশেম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আলাউদ্দিন, উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মো. খোকন সরদারসহ অন্যান্য স্থানীয় নেতারা।

ইউএনও মো. আলী সুজা বলেন, আমরা চাই কোনো মেধাবী শিক্ষার্থী যেনো দারিদ্র্যের কারণে পিছিয়ে না পড়ে। উপজেলা, জেলা ও বিভাগীয় প্রশাসন থেকে সম্ভাবনাময় শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এই অনুদান শুধু একটি পরিবার নয়, পুরো সমাজে শিক্ষার প্রতি আস্থা বাড়াবে। আমরা চাই শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়ে আরও ভালো করবে।

উল্লেখ্য, ইউএনও মো. আলী সুজা সম্প্রতি এইচএসসি পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পড়ালেখার খোঁজ নিয়েছেন, যা শিক্ষার প্রতি তার দায়িত্ববোধ ও নিবেদনের পরিচয় দেয়।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#মেডিক্যাল ছাত্রী #শিক্ষা সহায়তা