হত্যা মামলায় শিক্ষক গ্রেফতার | স্কুল নিউজ

হত্যা মামলায় শিক্ষক গ্রেফতার

মামলার আসামি হয়েও নিয়মিত মাসিক বেতন উত্তোলন করতেন। অপর আরেকটি মামলায় ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাসুদুর রহমান বর্তমানে কারাগারে আছেন।

#শিক্ষক #সহকারী শিক্ষক

নীলফামারীর সদরের টুপামারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবিরকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ মে) দুপুরে স্কুল সংলগ্ন টুপামারী বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি গোড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, রামগঞ্জে আবু বক্কর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। মামলার আসামি হয়েও নিয়মিত মাসিক বেতন উত্তোলন করতেন। অপর আরেকটি মামলায় ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাসুদুর রহমান বর্তমানে কারাগারে আছেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBEকরতে ক্লিক করুন।

#শিক্ষক #সহকারী শিক্ষক