ছবি : সংগৃহীত
কক্সবাজারের চকরিয়া উপজেলার ক্যামব্রিয়ান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম ও শিক্ষক প্রতিনিধি ইউনুসের বিরুদ্ধে শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান ও পরিচালনা কমিটির সভাপতির পদত্যাগের দাবি তুলেছেন অভিভাবক ও ভুক্তভোগী শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীসহ অভিভাবকরা। এ সময় স্কুলে ভিড় জমান তারা। ওই সময়ের ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা গেছে, প্রধান শিক্ষককে মারধর করে উত্তেজিত অভিভাবক ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষকের বেপরোয়া কর্মকাণ্ডের কারণে তারা সুষ্ঠুভাবে শ্রেণি কার্যক্রমে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারছে না। এমনকি প্রত্যেকটি শিক্ষার্থীকে কোচিং করতে বাধ্য করেন তিনি। কেউ কোচিং না করলে পরীক্ষায় ফেল করানোর হুমকি দিতেন প্রধান শিক্ষক।
ভুক্তভোগীদের অভিযোগ, কোচিং এ না যাওয়ার অজুহাতে গত ৮ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলের কক্ষে প্রবেশ করে ১০ম শ্রেণির এক ছাত্রীর পকেটে টাকা আছে কিনা জিজ্ঞেস করে স্কুল ড্রেসের পকেটে হাত ঢুকিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেন এবং উত্যক্ত করেন।
এই বিষয়ে প্রধান শিক্ষক জহিরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রত্যেকটি শিক্ষার্থী আমার সন্তান এর মতো। এমনকি আমার স্কুলের শিক্ষার্থীদের চেয়েও বয়সে বড় আমার সন্তান রয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে অনৈতিক সুবিধা ভোগ করতে না পেরে শিক্ষকদের মধ্যে একটি কুচক্রী মহল আমার সন্তানতুল্য শিক্ষার্থীদের আমার বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। যা ঐ কুচক্রী মহল ছাড়া আর কেউ নয়। আমার স্কুলের প্রত্যেকটা ক্লাস রুম সিসিটিভির আওতাধীন।
এই বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাদ্দাম হোসেন নিশানকে অবগত করলে তিনি এই ঘটনাকে ধামাচাপা দিতে স্বাভাবিক বিষয় বলে এড়িয়ে যান।
গত বৃহস্পতিবার ক্যামব্রিয়ান স্কুলের সামনে রাস্তা ব্লক করে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের এক পর্যায়ে সমাধানের কথা বলে অভিযুক্ত প্রধান শিক্ষক জহিরুল ইসলাম শিক্ষক প্রতিনিধি ইউনুসকে দিয়ে অভিভাবকদের স্কুলের অফিস কক্ষে ডেকে নিয়ে অশালীন গালিগালাজ ও শ্লীলতাহানি করেন যার একটি ভিডিয়ো প্রকাশ পায়। অভিভাবকদের তাড়াতে কিছু ভাড়াটে সন্ত্রাসী এনে মানববন্ধন ছত্রভঙ্গ করার চেষ্টা করে বলেও জানা যায়। এ সময় তার ওপর আক্রমণ করেন অভিভাবক ও সাধারণ জনগণ।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।