পরীক্ষার্থীর খাতায় লিখে দেয়ার দায়ে শিক্ষকের কারাদণ্ড | এসএসসি/দাখিল নিউজ

পরীক্ষার্থীর খাতায় লিখে দেয়ার দায়ে শিক্ষকের কারাদণ্ড

এসময় ওই কেন্দ্রের ৭ নম্বর হলের দায়িত্বে থাকা মাও: হাবিব উল্লাহ মাহাবুবকে আটক করা হয়।

#পরীক্ষা #এসএসসি #শিক্ষক

চরফ্যাশনে একজন দাখিল পরীক্ষার্থীর খাতায় প্রশ্নের উত্তর লিখে দেয়ার দায়ে একজন শিক্ষককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদরাসা কেন্দ্রে দাখিল আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে। এসময় ওই কেন্দ্রের ৭ নম্বর হলের দায়িত্বে থাকা মাও: হাবিব উল্লাহ মাহাবুবকে আটক করা হয়। তিনি কালিয়াকান্দি কাদেরিয়া দাখিল মাদরাসার সহ-সুপার।

#পরীক্ষা #এসএসসি #শিক্ষক