প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্পে ডিজিটাল সরঞ্জাম পাচ্ছে শিক্ষক প্রশিক্ষণ কলেজ | কলেজ নিউজ

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্পে ডিজিটাল সরঞ্জাম পাচ্ছে শিক্ষক প্রশিক্ষণ কলেজ

শিক্ষা মন্ত্রণালয়ের লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশান (লেইস) প্রকল্পের আওতায় মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলো অফিস সরঞ্জমাদি পাঠানো হবে।

#কম্পিউটার #শিক্ষক প্রশিক্ষণ কলেজ #মাউশি #প্রশিক্ষণ #শিক্ষক

শিক্ষার উন্নয়নে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় ডিজিটাল সরঞ্জাম পাচ্ছে শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলো। ডেস্কটপ কম্পিউটার, লেসার প্রিন্টার, ফটোকপিয়ারসহ বিভিন্ন অফিস সরঞ্জাম পাবে প্রতিষ্ঠানগুলো। এ লক্ষে্য ক্রয়াদেশ দেয়া হয়েছে এবং শিগগিরই সরঞ্জাম সরবরাহ করা হবে। জানা গেছে, তিন হাজার ৩০৪ কোটি ৮ লাখ টাকার এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে।

সোমবার (৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে সব অঞ্চলের পরিচালকে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশান (লেইস) প্রকল্পের আওতায় মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলো অফিস সরঞ্জমাদি পাঠানো হবে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে, শিক্ষকদের দক্ষতা উন্নয়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় মাউশি অধিদপ্তর বিশ্বব্যাংকের আর্থিক ঋণ সহায়তায় ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পটি ৩১ অক্টোবর ২০২৩ খ্রিষ্টাব্দ একনেকে অনুমোদিত হয়। প্রকল্পের মেয়াদ অক্টোবর ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৮ পর্যন্ত। প্রকল্পের ব্যয় ৩ হাজার ৩ ‘শ ৪ কোটি ৮ লাখ টাকা।

শিক্ষা প্রশাসনের মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য প্রকল্পের ডিপিপির সংস্থানের আওতায় দপ্তরের জন্য অফিস সরঞ্জম পাঠানো হবে। ডেস্কটপ কম্পিউটার ২টি, প্রশিক্ষণকালীন প্রশিক্ষণ প্রার্থীদের জন্য ১৫০টি ল্যাপটপ। লেসার প্রিন্টার ২টি, স্ক্যানার ২টি, প্রতিটি ডিজিটাল ল্যাবে ২টি ল্যাপটপ ১টি স্মার্ট টিভি। ৫টি এসি দেয়া হবে।

সরঞ্জমাদি ক্রয়ের জন্য প্রকল্প কার্যালয় থেকে ইতোমধ্যে ক্রয়াদেশ পাঠানো হয়েছে এবং শিগগিরই একটি পৃথক বরাদ্দপত্রে সরঞ্জাম পাঠানো হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#কম্পিউটার #শিক্ষক প্রশিক্ষণ কলেজ #মাউশি #প্রশিক্ষণ #শিক্ষক