অফিস চলাকালীন ঘোরাফেরায় নিষেধাজ্ঞা, ইউনিফর্ম বাধ্যতামূলক | বিশ্ববিদ্যালয় নিউজ

অফিস চলাকালীন ঘোরাফেরায় নিষেধাজ্ঞা, ইউনিফর্ম বাধ্যতামূলক

একই সঙ্গে ইউনিফর্ম ও ব্যাচ পরার নিদের্শ দেয়া হয়েছে। এই নির্দেশ না মানলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে।

#জাতীয় বিশ্ববিদ্যালয় #শিক্ষক #কর্মচারী

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অফিস চলাকালীন বিনা কারণে নিজ দফতরের বাইরে ঘোরাফেরির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ইউনিফর্ম ও ব্যাচ পরিধানের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

এই নির্দেশনা অমান্য করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি অফিস আদেশ প্রকাশ করা হয়েছে। আদেশটি বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরে পাঠানো হয়েছে।

উক্ত অফিস আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, অফিস চলাকালীন কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কোনো প্রকার যুক্তিসঙ্গত কারণ ছাড়া নিজ নিজ দফতরের বাইরে ঘোরাফেরা করতে পারবেন না।

এর পাশাপাশি, যেসব কর্মচারীকে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইউনিফর্ম ও ব্যাচ সরবরাহ করা হয়েছে, তাদের প্রত্যেককে অফিসে কর্মরত অবস্থায় আবশ্যিকভাবে ইউনিফর্ম ও ব্যাচ পরিধান করতে হবে এবং তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্দেশনার গুরুত্বের ওপর জোর দিয়েছে এবং স্পষ্ট করে জানিয়েছে যে, কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী যদি এই আদেশ অমান্য করেন, তবে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কর্তৃপক্ষের এই পদক্ষেপের ফলে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলোতে কর্মসংস্কৃতি আরও সুশৃঙ্খল হবে বলে আশা করা যাচ্ছে।

এছাড়াও, ইউনিফর্ম ও ব্যাচ পরিধানের বাধ্যবাধকতা পালনের মাধ্যমে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে একটি পেশাদারী ভাব বজায় থাকবে এবং সেবা প্রদান আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে, এই নতুন নির্দেশনা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য মনে করছে যে, এই নিয়ম পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় থাকবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#জাতীয় বিশ্ববিদ্যালয় #শিক্ষক #কর্মচারী