শিক্ষক-কর্মচারীদের ৭ দিনের মধ্যে টাকা ফেরতের নির্দেশ | ফিচার নিউজ

শিক্ষক-কর্মচারীদের ৭ দিনের মধ্যে টাকা ফেরতের নির্দেশ

‘আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে যথাযথ হিসাব-নিকাশ সম্পন্ন করে উত্তোলিত অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে।’

#টাকা #শিক্ষক #কর্মচারী

বিধিবহির্ভূত নেয়া বেতন ও অন্যান্য খাতের অতিরিক্ত টাকা স্কুল-কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের এই টাকা ফেরত দিতে হবে।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী কার্যালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘রাজশাহী অঞ্চলের আওতাধীন এমপিওভুক্ত সকল বেসরকারি কলেজ, স্কুল এন্ড কলেজ এবং স্কুল -এ কর্মরত অনেক শিক্ষক-কর্মচারী বিধিবর্হিভূতভাবে অতিরিক্ত বেতন, বকেয়া ইনক্রিমেন্ট এবং ইনক্রিমেন্টের বকেয়া গ্রহণ করেছেন। যে সকল শিক্ষক-কর্মচারীগণ উল্লিখিত বিষয়সমূহ থেকে বিভিন্ন পন্থা অবলম্বন করে অতিরিক্ত অর্থ গ্রহন করেছেন তাদেরকে আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে যথাযথ হিসাব-নিকাশ সম্পন্ন করে উত্তোলিত অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে।’

এতে আরো বলা হয়, ‘অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার পর বিষয়টি রাজশাহী আঞ্চলিক অফিসের পরিচালককে অবহিত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

#টাকা #শিক্ষক #কর্মচারী