ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন বলেছেন, কোথাও না কোথাও নানা অজুহাতে শিক্ষকদের গায়ে হাত তোলা হচ্ছে।
প্রতিদিন কোথাও না কোথাও বিশ্ববিদ্যালয়ের দাবিতে কলেজের শিক্ষার্থীদের আন্দোলন হচ্ছে।
প্রতিদিন কোথাও না কোথাও নার্সিং কোর্সকে ডিগ্রির সমমান করার দাবি করা হচ্ছে। প্রতিদিন কোথাও না কোথাও মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টদের ১০ম গ্রেডে শূন্য পদে নিয়োগের দাবিতে আন্দোলন হচ্ছে।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ কথা বলেন।
অধ্যাপক মামুন বলেন, ‘আন্দোলনে বন্ধ গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’, ‘ভিসির পদত্যাগ দাবি: ববির প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা’, ‘বাজেট বৃদ্ধির দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ’, ‘শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় কুয়েট শিক্ষক সমিতির ডাকে শিক্ষকদের ক্লাস বর্জন’ ।
ওপরের শিরোনামগুলো শুধু আজকের একটি সংবাদপত্র থেকে নেয়া। খুঁজলে আরো পাওয়া যাবে। এর অর্থ হলো প্রতিদিন কোথাও না কোথাও ভিসি খেদাও আন্দোলন, অধ্যক্ষ খেদাও আন্দোলন, প্রধান শিক্ষক খেদাও আন্দোলন হচ্ছে।
তিনি বলেন, এমনও শুনি বুয়েটের শিক্ষার্থীরা দাবি করছে বিএসসি ছাড়া 'ইঞ্জিনিয়ার' পদবি করা যাবে না। এছাড়া তুচ্ছ কারণে এই কলেজের ছাত্রদের সঙ্গে ওই কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে পাশের গ্রামের গ্রামবাসীদের সঙ্গে ঝগড়া লেগেই আছে। স্কুলের শিক্ষকদের একটু বেঁচে থাকা ও সম্মানের আশায় উচ্চতর গ্রেডের দাবিতে রাস্তা অবরোধ হচ্ছে।
ওপরের বিবরণ খুবই সংক্ষিপ্ত। এইরকম নানা রকম দাবিতে ক্যাম্পাস বা সড়কে ঝামেলা লেগেই আছে। এইটা কি কখনো কোনো সভ্য দেশের সাক্ষর?
অধ্যাপক মামুন যানজটের একটি ছবির উদাহরণ টেনে বলেন, ‘নিচে একটা ছবি দিলাম। সেই ছবিটা বলে দেশের ভবিষ্যৎ সম্ভবনা আছে কিন্তু মানুষের বলদামির কারণে সুন্দর ভবিষ্যৎ আটকে আছে।’