সংকট নিরসনে ব্যর্থ হওয়ার দাবি তুলে এবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এর নব-নিযুক্ত ভাইস চ্যান্সেলরের পদত্যাগের দাবি তুলেছেন কুয়েট শিক্ষক সমিতি।
বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তৃতীয় দিনের মতো ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে অবস্থান কর্মসূচি শেষে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে এমন দাবি জানিয়েছে সংগঠনটির নেতারা।
সভা শেষে এক প্রেস ব্রিফিং এ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. ফারুক হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের জায়গায় থেকে দায়িত্বশীল ভূমিকা পালন না করায় শিক্ষক সমিতি মনে করেন তিনি দায়িত্ব পালনে অক্ষম।
এমতাবস্থায় শিক্ষকবৃন্দ তার প্রতি অনাস্থা জ্ঞাপন করছে এবং চলমান সংকট দীর্ঘায়িত না করে শিক্ষক সমিতি ভাইস চ্যান্সেলর মহোদয়কে পদত্যাগ করার দাবি জানাচ্ছে।
একইসাথে সরকারের প্রতি কুয়েট বান্ধব ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।
উল্লেখ্য শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৫ এপ্রিল ২০২৫ তারিখে ড. মুহাম্মাদ মাছুদকে ভাইস চ্যান্সেলর থেকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয় এবং ১ মে ২০২৫ তারিখে কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে ড. মো. হযরত আলীকে নিয়োগ দেয়া হয়।
ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদানের মাত্র ১৮ দিনের মাথায় অনাস্থা প্রকাশ করে পদত্যাগের আহ্বান জানালেন শিক্ষক সমিতি।