ছবি : সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চলমান উপাচার্য অপসারণের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলাকালে সেখানে গিয়ে একাত্মতার ঘোষণা দেন তারা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে গত চার দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন শিক্ষকেরা।
এ সময় লিখিত বক্তব্য পাঠ ও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহসিনউদ্দিন, ড. হাফিজ আশরাফুল হক ও উন্মেষ রায়।
তারা বলেন, উপাচার্য শুচিতা শরমিনের কারণে বিশ্ববিদ্যালয়টি এখন ধ্বংসের মুখে। মাসের ২৮ দিনই তিনি ক্যাম্পাসে থাকেন না। কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয়নি তার সময়ে। বিনাচিকিৎসায় মারা যাওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করা সাহায্যের আবেদনটি পর্যন্ত তিনি খুলে দেখেননি।
শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করার মতো ঘৃণ্য কাজ পর্যন্ত করেছেন তিনি। এই উপাচার্য থাকলে বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যাবে, যোগ করেন তারা।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সুজয় শুভ, ভূমিকাসহ অন্যরা। অবস্থান কর্মসূচি শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস ও সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ভিসির অপসারণ দাবি করে শ্লোগান দেয়া হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।