শিক্ষকদের ন্যায্য দাবি ও পদোন্নতির তাগিদ | সমিতি সংবাদ নিউজ

শিক্ষকদের ন্যায্য দাবি ও পদোন্নতির তাগিদ

কর্মচারীদের ন্যায্য দাবি ও পদোন্নতির বিষয়গুলো তুলে ধরেন এবং বাস্তবায়নে তাগিদ দেন।

#শিক্ষক #পদোন্নতি

বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতির (বাপ্রাশিসকস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির আয়োজনে বদলি ও অবসরজনিত বিদায় এবং পদোন্নতিতে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা কর্মচারীদের ন্যায্য দাবি ও পদোন্নতির বিষয়গুলো তুলে ধরেন এবং বাস্তবায়নে তাগিদ দেন।

শনিবার (১২ জুলাই) চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আতাউর রহমান। সভাপতিত্ব করেন মো. আজিজুল হক ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সুমন নন্দী ও রবিউল ইসলাম।

অনুষ্ঠানে বদলি-অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয় যথাক্রমে সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন ও মানষ চৌধুরীকে। পাশাপাশি পদোন্নতিপ্রাপ্ত ছয়জন কর্মচারীকে মো. আব্বাস আলী, মো. জসিম উদ্দিন আহাম্মদ চৌধুরী, নাসিমা চৌধুরী, গৌর নিতাই ভট্টাচার্য্য, প্রতাপ কান্তি দস্তিদার ও রাখাল কৃষ্ণ দাশকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক দেয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পিটিআই সুপারিনটেনডেন্ট শাহীন আকতার চৌধুরী, ডিডি অফিসের শিক্ষা অফিসার মামুন কবির, মো. রবিউল হোসেন ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বক্তব্য দেন মো. জাকির হোসেন, মো. ফজলুল হক, তুষার কান্তি চাকমা, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামাল, সভাপতি মো. শরিফুল ইসলাম পাটোয়ারী ও চট্টগ্রাম জেলা কমিটির নেতারা।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শিক্ষক #পদোন্নতি