জাল নিবন্ধন সনদ ধরা পড়ায় এমপিও হারালেন ঠাকুরগাঁও সদরের মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মো.আল মামুন।
এ বিষয়ে গত ২২ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে।
জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা ও বাস্তবায়ন কমিটির ৩০তম সভা অনুষ্ঠিত হয়। এই সভার ওই শিক্ষকের নিবন্ধন সনদ জাল/ভুয়া বলে প্রতীয়মান হয়। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা।