আমরণ অনশনের হুঁশিয়ারি কারিগরি শিক্ষকদের | শিক্ষক নিবন্ধন নিউজ

আমরণ অনশনের হুঁশিয়ারি কারিগরি শিক্ষকদের

এই আশ্বাস বাস্তবায়ন না হলে সারা দেশের ভোকেশনাল, কৃষি ডিপ্লোমা ও বিএম শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচির হুঁশিয়ারি দেন।

#এনটিআরসিএ #ভাইভা #স্কুল #কলেজ

সীমাহীন অবহেলা, হেনস্থা ও বৈষম্যের অভিযোগ এনে ১৫ দাবি জানিয়েছেন কারিগরি শিক্ষকরা। এই দাবিতে তারা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি করতে গেলে মহাপরিচালক শোয়াইব আহমাদ খান তাদের মৌখিক আশ্বাস দিয়েছেন।

এই আশ্বাস বাস্তবায়ন না হলে সারা দেশের ভোকেশনাল, কৃষি ডিপ্লোমা ও বিএম শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচির হুঁশিয়ারি দেন।

#এনটিআরসিএ #ভাইভা #স্কুল #কলেজ