জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসীরা হামলা করেছে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন সারজিস আলম।সারজিস আলম আরও লিখেছেন, ‘আশেপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন।’
এর আগেও, ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিলো বলে দাবি করেছিলেন সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। গত বছরের ২৭ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় বৈষম্যবিরোধীদের গাড়ি বহরের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ওই গাড়িতে ছিলেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।
ঘটনার পর মোটরসাইকেল দিয়ে ট্রাকটিকে ধাওয়া দেন বহরে থাকা নেতাকর্মীরা। তবে ট্রাকটি পালিয়ে যায়। পরবর্তীতে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম এই ঘটনাকে ’হত্যাচেষ্টা’ দাবি করলে, সেই ট্রাককে শনাক্ত করে ট্রাকচালককে আটক করে পুলিশ।