হাসনাতের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ | বিবিধ নিউজ

হাসনাতের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

ফেসবুক স্ট্যাটাসে এনসিপি নেতা সারজিস আলম এই তথ্য জানিয়েছেন

#জাতীয় নাগরিক পার্টি #হাসনাত আবদুল্লাহ #সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসীরা হামলা করেছে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন সারজিস আলম।

হাসনাতের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাসনাতের হাত রক্তাক্ত হয়েছে।’

সারজিস আলম আরও লিখেছেন, ‘আশেপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন।’

এর আগেও, ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিলো বলে দাবি করেছিলেন সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। গত বছরের ২৭ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় বৈষম্যবিরোধীদের গাড়ি বহরের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ওই গাড়িতে ছিলেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

ঘটনার পর মোটরসাইকেল দিয়ে ট্রাকটিকে ধাওয়া দেন বহরে থাকা নেতাকর্মীরা। তবে ট্রাকটি পালিয়ে যায়। পরবর্তীতে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম এই ঘটনাকে ’হত্যাচেষ্টা’ দাবি করলে, সেই ট্রাককে শনাক্ত করে ট্রাকচালককে আটক করে পুলিশ।

#জাতীয় নাগরিক পার্টি #হাসনাত আবদুল্লাহ #সারজিস আলম