টেসল সোসাইটি অব বাংলাদেশ ২০২৫-২০২৭ মেয়াদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কেন্দ্রীয় পরিচালনা কমিটির (সিজিসি) নির্বাচন গত শুক্রবার সফলভাবে সম্পন্ন করেছে। অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের লাউঞ্জে অনুষ্ঠিত হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এএমএম হামিদুর রহমান প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. মো. মনির উদ্দিন সহ-নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচনটি পরিচালনা করেন।
বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য দেন সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদুর রহমান। সাধারণ সম্পাদক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিআইএল-এর সিনিয়র প্রভাষক মিসেস হাসনা খানম বার্ষিক কার্যকলাপ প্রতিবেদন উপস্থাপন করেন। পরে কোষাধ্যক্ষ সমিতির চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করেন। টেসল- সোসাইটি অব বাংলাদেশের সাধারণ এবং আজীবন সদস্যরা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সারা দেশে ইংরেজি ভাষা শিক্ষা এবং শিক্ষক উন্নয়নে উৎকর্ষ সাধনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এমন প্রার্থীদের ভোট দেন।
নবনির্বাচিত কেন্দ্রীয় পরিচালনা কমিটি (২০২৫-২০২৭) নিম্নরূপ: সভাপতি: এম হামিদুল হক, সিনিয়র সহকারী অধ্যাপক এবং প্রধান, ইংরেজি বিভাগ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ। সহ-সভাপতি প্রথম: ড. মিয়াঁ মো. নওশাদ কবির, সহযোগী অধ্যাপক, ইংরেজি ভাষা বিভাগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সহ-সভাপতি দ্বিতীয়: ড. সৈয়দা ফারজানা সুলতানা, সহকারী অধ্যাপক, ইএনএইচ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সাধারণ সম্পাদক: মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। যুগ্ম সম্পাদক: মিসেস নুশরাত আরা, প্রভাষক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। যুগ্ম সম্পাদক: মিসেস দীপ্তি রহমান, প্রভাষক, ইংরেজি বিভাগ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ। কোষাধ্যক্ষ: এসএম আতিকুর রহমান, প্রাক্তন প্রভাষক, ইংরেজি বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
● নির্বাহী কমিটির সদস্য: ১. হাসনা খানম, সিনিয়র লেকচারার, ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ (বিআইএল), ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ২. আকিবুর রহমান, লেকচারার, ইংরেজি বিভাগ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।
৩. শারমিন সুলতানা রিমা, লেকচারার, ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ (বিআইএল), ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ৪. মিরাজুল ইসলাম, শিক্ষক, মাসকো স্কুল, কাঞ্চন। ৫. মো. নাসিম ফারদোস সজিব, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ৬. আতিয়া তাফান্নুম, লেকচারার, ইএনএইচ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ৭. ড. লিজা শারমিন, অধ্যাপক, ডিন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ৮. অন্তরা ইবনেত, লেকচারার, সিএলএস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, বাংলাদেশ।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।