গ্রিন ইউনিভার্সিটিতে ‘টেক্স ফেস্ট ২০২৫’ উদযাপন | বিশ্ববিদ্যালয় নিউজ

গ্রিন ইউনিভার্সিটিতে ‘টেক্স ফেস্ট ২০২৫’ উদযাপন

বাংলাদেশের গার্মেন্টস শিল্প বিশ্বজুড়ে পরিচিত। আর এই শিল্পের টেকনিক্যাল দিক বোঝার জন্য টেক্সটাইল শিক্ষা অপরিহার্য।

#গ্রিন ইউনিভার্সিটি #বিশ্ববিদ্যালয়

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘টেক্স ফেস্ট ২০২৫’ উদযাপন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের টেক্সটাইল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

গত বুধবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে।

দুই দিনব্যাপী এই উৎসবের সমাপনী দিন বুধবারে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। এর আগে, মঙ্গলবার বর্ণাঢ্য এক র‌্যালির মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এসময় গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, টেক্সটাইল বিভাগের চেয়ারম্যান ড. নিতাই চন্দ্র সূত্রধর, রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (অব.) প্রমুখ উপস্থিত ছিলেন।

উৎসবে উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্প বিশ্বজুড়ে পরিচিত। আর এই শিল্পের টেকনিক্যাল দিক বোঝার জন্য টেক্সটাইল শিক্ষা অপরিহার্য। শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাহিদা দিন দিন বাড়ছে। তাই টেক্সটাইল বিভাগে পড়াশোনাই আগামীতে গবেষণা, উৎপাদন এবং প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে এই বিভাগে বড় পরিবর্তন আনতে পারে। বক্তারা দেশিয় বস্ত্রখাতের উন্নয়নে গ্রিন ইউনিভার্সিটি গ্রাজুয়েটরা অনন্য অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও উৎসবে ইনোভেটিভ আইডিয়া প্রেজেন্টশন শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আয়োজক কমিটি । এতে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. নিতাই চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ বক্তব্য রাখেন। ক্যারিয়ার টকে আলোচনা অংশ নেন পিডিএস ফ্যাশন ইউএসএ লিমিটেডের সিনিয়র মার্চেন্ডাইজার এস এম আসিফ বিন আসগর ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মঞ্চ মাতায় গ্রিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

#গ্রিন ইউনিভার্সিটি #বিশ্ববিদ্যালয়